রাইদাহ গালিবা, ডাক নাম কুইন। শিশুসাহিত্যিক। তাকে অনেকেই চিনতো তার লেখা মজার মজার সব রূপকথার জন্য। ১২ বছরের ক্ষুদ্র জীবনে সে লিখেছে বেশ কিছু রূপকথার গল্প ও কবিতা। লিখে প্রকাশ করে রেখে গেছে ছয়টি গল্প, যেগুলো ছাপা হয়েছিলো `ধানশালিকের দেশ` ও `শিশু` সহ দেশের সেরা সব ছোটদের পত্রিকায়!