অস্ট্রেলিয়ার লাল সূর্যটা সোনালি আভা ছড়াচ্ছিল নিউ সাউথ ওয়েলসের আকাশে। সেদিন ছিল সিডনীতে আমার প্রথম সকাল , যদিও ২য় দিন। নিউ সাউথ ওয়েলসের এই শহরটির নাম মিন্টো। মিন্টো থেকে ট্রেনে যেতে যেতে বিভিন্ন ষ্টেশনের নাম মনোযোগ দিয়ে শুনছিলাম । ওলয় ক্রীক নামটি শুনতে আমার সবচে ভালো লাগছিল। আমাদের গন্তব্য সার্কুলার ক্যুয়ে ।