বিয়েতে খরচ দেড় কোটি, বর এলেন হেলিকপ্টারে
দুই সপ্তাহ ধরে চলছে লন্ডনপ্রবাসী মো. ইমামুল হক সরদার (এনামুল) ও নাছিমা মোল্লা দম্পতির বড় মেয়ে ডা. সরদার এনি আক্তারের বিয়ের উৎসব। বিয়ের সব প্রস্তুতি শেষে এবার বর আসার পালা। বরের জন্য গ্রামবাসী অধীর অপেক্ষায়। অবশেষে বর এলেন হেলিকপ্টারে। তখন উল্লাসে ফেটে পড়েন উৎসুক গ্রামবাসী। ঘটনাটি শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কাজীকান্দি গ্রামের।