০৪ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২
সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের পক্ষ থেকে রাখা আমানতের পরিমাণ বেড়েছে প্রায় ৩৩ গুণ, যা নতুন করে প্রশ্ন তুলছে অর্থ পাচার, কর ফাঁকি এবং বৈদেশিক বিনিয়োগ পরিকল্পনার স্বচ্ছতা নিয়ে।
অর্থ-বাণিজ্য থেকে আরও খবর
বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে শুল্ককর বাড়লে দাম বেড়ে যেতে পারে। তবে সাধারণত শুল্ককর কমালে দাম কমানোর তেমন লক্ষণ দেখা যায় না।
বাংলাদেশি টাকার বিপরীতে ডলারের মান আরও এক দফা বেড়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোর জন্য নির্ধারিত নতুন একক বিনিময় হার অনুযায়ী প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১১৭ টাকা ২০ পয়সা, যা এর আগে ছিল ১১৬ টাকা। ফলে টাকার মান কমেছে ১ টাকা ২০ পয়সা।
বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য বিদেশে পাঠাতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদে বহনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি আরো ১৪টি দেশ লাল শ্রেণিতে আছে। দেশগুলো হলো-কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, মাদাগাস্কার, ঘানা, ভারত, লাওস, লেসেথো, তিউনিসিয়া, জাম্বিয়া, বেলারুশ ও রাশিয়া।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
এক লিটারের বোতলের সয়াবিন তেল ১৭৫ টাকা, দুই লিটারের বোতল ৩৪৫ টাকা, আর পাঁচ লিটারের বোতল ৮৫২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু দুইদিন আগে বাজারে এ তেলের বোতল ৮৬৫ টাকা বিক্রি হতে দেখা গেছে।
গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে। এবার সেই রেকর্ডটিও ভেঙে দিলো সদ্য বিদায়ী মার্চ মাস। দেশের ইতিহাসে রেমিট্যান্সে নতুন ইতিহাস তৈরি করলো বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা এক মাসে ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন।
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারীদের জন্য বড় সুখবর। বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য এমএফএস প্ল্যাটফর্মে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের ছুটিতে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।
দেশের অর্থনীতির অবস্থা ‘খুবই ভঙ্গুর’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। এর চেয়ে বেশি কিছু বলার সুযোগ নেই, আপনারা বুঝে নেবেন।
দেশে ফের সোনার দাম আরও বাড়ল। এ দফায় ভরিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ২৪৩ টাকা। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।
রাইস ব্র্যান অয়েল রপ্তানি নিয়ন্ত্রণে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে সরকার।
banglawatch
সর্বশেষ
জনপ্রিয়