১৩ জুন ২০২৫ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২
রাজনৈতিক বিশ্লেষকদের চোখ এখন আরেকটি সম্ভাব্য বৈঠকের দিকে—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের একান্ত সাক্ষাৎ। ১৩ জুন শুক্রবার সকালে লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
রাজনীতি থেকে আরও খবর
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং উপদেষ্টা পরিষদের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও বিতর্কিত ভূমিকার অভিযোগ এনে পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব উপদেষ্টার কারণে দেশের রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতিতে দেওয়া হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ বিষয়ে দলটির কোনো দাবির প্রসঙ্গ নেই। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অবস্থানও নেই বলে স্পষ্ট করেছেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে একটি গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে যার উদ্দেশ্য জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা ও মহল দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
মানবিক করিডর ও বন্দর পরিচালনার ভার বিদেশিদের হস্তান্তর করার এখতিয়ার থাকার যে দাবি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, তার তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছেন, দেশের পরিস্থিতি আগের চেয়েও খারাপের দিকে যাচ্ছে। তাঁর ভাষায়, “এক সময় আমরা ছিলাম কুকুরের মুখে, এখন সেই অবস্থা থেকে বাঘের মুখে পড়েছি।”
সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে সংগীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করে।
শাহবাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।
লন্ডনে চিকিৎসা ও ছেলে তারেক রহমানের কাছে কিছু দিন থেকে দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আর সেই উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান ১০ কিলোমিটার পথজুড়ে ছিল হাজারো নেতাকর্মীর সমাবেশ।
banglawatch
সর্বশেষ
জনপ্রিয়