পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’ নামে পরিচিত ছাত্রাবাসটির নাম সম্প্রতি বদলে ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’ রাখা হয়েছে, যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নামে ছাত্রীনিবাস হওয়ায় এলাকার অনেকেই গর্ববোধ করতেন। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।