তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের মধ্যকার ভালোবাসার গল্প যেন দিনে দিনে আরও বেশি করে ধরা দেয় সোশ্যাল মিডিয়ায়। এবার সেই গল্পে যুক্ত হলো বৃষ্টির ছোঁয়া। রাজধানীর এক ফুটপাতে হেঁটে চলা, হালকা বৃষ্টি আর প্রেমময় এক মুহূর্ত—সব মিলিয়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাহসান-রোজার সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট।