
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ওভাল মাঠে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে নাটকীয় জয় তুলে নিল ভারত। মাত্র ৬ রানে স্বাগতিকদের হারিয়ে সিরিজ সমতায় শেষ করল সফরকারীরা। এই ম্যাচ ছিল রোমাঞ্চ, চাপ, আর মোহাম্মদ সিরাজ নামক এক বোলিং বিস্ময়ের গল্প।
শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, ভারতের দরকার ছিল ৪টি উইকেট। দিনের প্রথম বলেই টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে গ্যালারি উত্তেজনায় ভরিয়ে দেন জেমি ওভারটন। মনে হচ্ছিল ইংল্যান্ড সহজেই পৌঁছে যাবে লক্ষ্যে। তবে সেই ভাবনায় পানি ঢালেন সিরাজ।
পরের ওভারেই জেমি স্মিথকে আউট করে ম্যাচে ভারতকে ফেরান তিনি। এরপর ধারাবাহিকভাবে ফিরিয়ে দেন ওভারটন ও ক্রিস ওকসকে আগলে রেখে লড়াই চালিয়ে যাওয়া গাস আটকিনসনকেও। ইংল্যান্ড হেরে যায় মাত্র ৬ রানে। সিরিজের শেষ ফলাফল দাঁড়ায় ২-২।
ম্যাচের খতিয়ান:
ভারতের প্রথম ইনিংস: ২২৪ রান
ইংল্যান্ডের প্রথম ইনিংস: ২৪৭ রান
ভারতের দ্বিতীয় ইনিংস: ৩৯৬ রান
ইংল্যান্ডের লক্ষ্য: ৩৭৪ রান
ইংল্যান্ড অলআউট: ৩৬৭ রান
শেষ দিনের শুরুতে ইংল্যান্ড ছিল ভালো অবস্থানে — ৬ উইকেটে ৩৩৯ রান। উইকেটে ছিলেন স্মিথ (২ রান) ও ওভারটন। কিন্তু সিরাজের অফ স্টাম্পের বাইরের লেংথ বলের শিকার হয়ে স্মিথ ধরা পড়েন ধ্রুব জুরেলের গ্লাভসে।
এরপরও আট নম্বরে ব্যাট করতে নামা ওভারটন ও আটকিনসন কিছুটা আশা জাগালেও ফের সিরাজই ওভারটনকে এলবিডব্লিউ করে ফেরান। নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন মাত্র ১৭ রান বাকি থাকাকালীন শেষ ব্যাটার হিসেবে ভাঙা কাঁধ নিয়ে নামেন ক্রিস ওকস।
আটকিনসন একপ্রান্তে লড়ে যান। এক ছক্কা ও বুদ্ধিদীপ্ত স্ট্রাইক রোটেশনে জয়টা যখন মাত্র ৭ রানের দূরত্বে, ঠিক তখনই আবারও সিরাজ আঘাত করেন — আটকিনসন বোল্ড!
ম্যাচসেরা মুহূর্ত:
মোহাম্মদ সিরাজের শেষ দিনের বোলিং স্পেল: ৩ উইকেট নিয়ে ইংলিশদের ঘায়েল করে দেন তিনি।
সিরিজের ফলাফল:
ভারত ২ - ২ ইংল্যান্ড
এটি ভারতের জন্য শুধু একটি জয় নয়, বরং এক ঐতিহাসিকভাবে স্মরণীয় প্রত্যাবর্তন—যেখানে প্রতিপক্ষের মাঠে, প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে সিরিজে সমতা টানা হলো দুর্দান্ত এক টিম পারফরম্যান্সের মাধ্যমে।