বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণ নিশ্চিত করা সম্ভব। আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম। আর এ জন্য জ্ঞানার্জন ও দক্ষতার বিকল্প নেই।
আজ শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ’এর উদ্যোগে সরস্বতী পূজানুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের আহ্বায়ক ও শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব ড. অশোক কুমার রায় ও সদস্যসচিব ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক প্রবীর চন্দ্র দাস এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ সম্মিলিতভাবে বাণী অর্চনার আয়োজন করছে।

অধ্যাপক ফায়েজ বলেন, সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যর চমৎকার নিদর্শন। সরস্বতী পূজানুষ্ঠান একটি উৎসবে পরিণত হয়ে সম্প্রীতির এমন সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে।
পরে তিনি সরস্বতী পূজা-২০২৬ উপলক্ষে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ’ এর উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘জ্যোতির্ময়’ এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বাবুনা ফায়েজ, ইউজিসির পরিচালক মো. ওমর ফারুখ, অতিরিক্ত পরিচালক ড. মো: মহিবুল আহসান ও মো. মোস্তাফিজার রহমান, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, ইউনিকো হসপিটালের সিইও আর্দ্রা কুরিয়েন, এসটিএস গ্রুপের প্রতিনিধি কিংশুক গুপ্তা প্রমুখ।
পূজানুষ্ঠান শেষে সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সরস্বতী পুজার আনুষ্ঠানিকতা শেষ হয়।



