৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ 

চাকরি ও প্রস্তুতি

বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ৬৮৩ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২১:৪১, ২১ জুলাই ২০২৫

বিশেষ বিসিএসে নিয়োগ পাবেন ৬৮৩ শিক্ষক

শিক্ষক নিয়োগে ৪৯ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে ৬৮৩ জন শিক্ষক নিয়োগ নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সরকারি কলেজ শূন্য পদ ৬৫৩, আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে শূন্য পদ ৩০। 

আজ সোমবার পিএসসি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন এবং ফি জমাদান শুরু হবে ২২ জুলাই (দুপুর ১২ টা) থেকে আর আবেদন শেষ হবে আগামী ২২ আগষ্ট (সন্ধ্যা ৬ টা)। 

অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

এর আগে সরকারি কলেজগুলোর শূন্য পদ পূরণে ১৪,১৬ এবং ২৬ তম এ তিনটি বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়।