২২ আগস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ 

চাকরি ও প্রস্তুতি

দীর্ঘ অপেক্ষার পর ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২৩:৪৩, ৩০ জুন ২০২৫

দীর্ঘ অপেক্ষার পর ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

সরকারি চাকরিতে প্রবেশের অন্যতম প্রধান মাধ্যম ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত ফলাফলে জানা গেছে, বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। যদিও এই বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৭১০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্য ছিল, তবে কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় সেসব পদে কেউ মনোনীত হননি।
দীর্ঘ প্রক্রিয়া শেষে ফল প্রকাশ

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২১ সালের ৩০ নভেম্বর। ২০২২ সালের ২৭ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা, যাতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৩ সালের ৩ এপ্রিল প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফল, যেখানে উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন।

মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৩ সালের ৮ মে। কিন্তু পরীক্ষার মাঝপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দুই দফায় পরীক্ষা স্থগিত হয়। সরকার পরিবর্তনের পর নবগঠিত পিএসসি কমিশন আগের কমিশনের নেয়া মৌখিক পরীক্ষার অংশ বাতিল করে ‘ন্যায়বিচার নিশ্চিতে’ নতুন করে মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে সর্বশেষ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়।
নন-ক্যাডার পদে সুযোগ

পিএসসি জানিয়েছে, লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা চূড়ান্ত ক্যাডার তালিকায় স্থান পাননি, তাদেরকে নন-ক্যাডার পদের জন্য বিবেচনা করা হবে। সরকারের কাছে শূন্য পদ চেয়ে প্রাপ্তি সাপেক্ষে মেধাক্রম ও বিদ্যমান বিধি অনুসরণ করে ধাপে ধাপে তাদের নিয়োগের প্রক্রিয়া চালানো হবে।
সারসংক্ষেপে সময়রেখা:

    বিজ্ঞপ্তি প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১

    প্রিলিমিনারি পরীক্ষা: ২৭ মে ২০২২

    লিখিত পরীক্ষার ফল: ৩ এপ্রিল ২০২৩

    মৌখিক পরীক্ষা: ৮ মে ২০২৩ (দুই দফায় স্থগিত ও পুনর্গঠন)

    চূড়ান্ত ফল প্রকাশ: ৩০ জুন ২০২৫