
তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের মধ্যকার ভালোবাসার গল্প যেন দিনে দিনে আরও বেশি করে ধরা দেয় সোশ্যাল মিডিয়ায়। এবার সেই গল্পে যুক্ত হলো বৃষ্টির ছোঁয়া। রাজধানীর এক ফুটপাতে হেঁটে চলা, হালকা বৃষ্টি আর প্রেমময় এক মুহূর্ত—সব মিলিয়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাহসান-রোজার সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট।
স্টোরিতে দেখা যায়, গানের মানুষ তাহসান এক হাতে রোজাকে জড়িয়ে ধরে বৃষ্টিতে ভিজছেন আর গুনগুনিয়ে গাইছেন লানা ডেল রে-র একটি ইংরেজি গান। পাশেই হাস্যোজ্জ্বল রোজা, দুজনের চোখেমুখে প্রশান্তি আর ভালোবাসা। ব্যাকগ্রাউন্ডে বাজছে সুরেলা সঙ্গীত—সব মিলিয়ে এক ফ্রেমেই আবেগ, স্নেহ আর নান্দনিকতা।
এ জুটি প্রায়ই তাদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন সামাজিক মাধ্যমে। মাত্র কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের এক জলপ্রপাতে ঘোরার ছবি শেয়ার করে আলোচনায় আসেন তাঁরা। আর এবার এই বৃষ্টিভেজা মুহূর্তে আবারও মন জয় করে নিলেন নেটিজেনদের।
তাহসান তার সংগীতচর্চা ও বিভিন্ন প্রকল্প নিয়ে ব্যস্ত থাকলেও, সময় পেলেই রোজার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভালোবাসেন। রোজাও নিজের ইউটিউব চ্যানেল ও ভ্লগে প্রায়ই তাহসানের উপস্থিতি রাখেন। তাদের এই স্বচ্ছ, উষ্ণ সম্পর্ক অনেকে “রিলেশনশিপ গোল” হিসেবে দেখেন।
সামাজিক মাধ্যমে ভক্তদের কেউ লিখেছেন, “বৃষ্টির মধ্যেও এতটা শান্তি কেবল তাহসান-রোজার মাঝেই দেখা যায়।” আবার কারও মন্তব্য, “তাদের ভালোবাসা যেন পর্দার গল্পকেও হার মানায়।”