পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’ নামে পরিচিত ছাত্রাবাসটির নাম সম্প্রতি বদলে ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’ রাখা হয়েছে, যা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নামে ছাত্রীনিবাস হওয়ায় এলাকার অনেকেই গর্ববোধ করতেন। নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে তাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
বিশিষ্ট গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই নাম পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ““সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম নাকি এখন ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’। বোঝেন অবস্থা! সুচিত্রা সেন শুধু পাবনার না, বাংলাদেশের ব্র্যান্ড। তিনি কোনোদিন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাওয়া যায় নাই। লজ্জা...!’
গত ২০ মে, দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল মিয়া নাম বদলে ফেলা তিনটি ছাত্র ও ছাত্রীনিবাসের নতুন নামফলক উন্মোচন করেন। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে দুটি হলের নামও পরিবর্তনের এই তালিকায় রয়েছে। এ সময় কলেজের উপাধ্যক্ষ আবদুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।



