১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

রাজনীতি

কর্মসূচী সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১২:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

কর্মসূচী সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের লিফলেট বিতরণ

আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিরতণ করা হয়েছে।

আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টা  জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা। আজ থেকে টানা পাঁচদিন সারাদেশসহ ঢাকা মহানগরে এ লিফলেট বিতরণ কার্য ক্রম চলবে বলে জানান ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন।

এছাড়া লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আব্দুর রহিম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. এম. নাজমুল হাসান ও  সহ-সভাপতি হাসান আহমেদ খান, সাবেক উপ মানব সম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হলো-অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবী। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর উপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। শিশু, ছাত্র-জনতা,পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের  হত্যাসহ সব হত্যার বিচার দাবি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন-ধর্ষণ-চাঁদাবাজি-ডাকাতি-রাহাজানির প্রতিবাদ এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবি। সারা দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ। ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংককে ৫  বছরের কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপানোর প্রতিবাদ। শেয়ারবাজারে অর্থ কেলেঙ্কারি, ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংসের প্রতিবাদ। সুফিসাধক, বাউল সঙ্গীত শিল্পী, শিল্পী,সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, গণমাধ্যম ব্যক্তিত্বের উপর আক্রমণ ও শত শত বছর পুরনো মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধের ফলে নারী শ্রমিকসহ লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে পড়ার প্রতিবাদ।গণমামলা, নির্বিচারে গণগ্রেফতারের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তির দাবি। সর্বোপরি ড. মুহম্মদ ইউনুসকে অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি-ফ্যাসিস্ট আখ্যায়িত করে  পদত্যাগের দাবি।

সম্পর্কিত বিষয়: