১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

চাকরি ও প্রস্তুতি

৪৭তম বিসিএসের আবেদনের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৮:৪৪, ২১ জানুয়ারি ২০২৫

৪৭তম বিসিএসের আবেদনের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত

৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দিলওয়েজ দুরদানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ৪৭ বিসিএসে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিটের পরির্বতে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পুন:নির্ধারণ করা হয়েছে। কেবলমাত্র ইউজারপ্রাপ্ত প্রার্থীরা পরর্বতী ৭২ ঘন্টা (২ মার্চ, ১১ টা ৫৯ মিনিট) এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। 

এর আগে, ৪৭তম বিসিএসের আবেদনের সময়সীমা ছিল ৩০ জানুয়ারি পর্যন্ত। 

গত ২৮ নভেম্বর প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।