২৩ আগস্ট ২০২৫ , ৬ ভাদ্র ১৪৩২ 

বিদেশ

ইরানের সামরিক স্থাপনায় হামলা ইসরায়েলের

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২৬ অক্টোবর ২০২৪

ইরানের সামরিক স্থাপনায় হামলা ইসরায়েলের

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আকাশ হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের ঘাঁটি এ হামলার শিকার হয়। তবে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, আক্রমণগুলো সফলভাবে মোকাবেলা করা হয়েছে, তবে কিছু জায়গায় ‘সীমিত ক্ষতি’ হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার তারা ইরানে আকাশ হামলা চালিয়েছে। গেল বছর যে ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, সেই ক্ষেপণাস্ত্র উৎপাদনস্থলে আঘাত করেছে আইএএফ উড়োজাহাজ।

বিবিসি লিখেছে, চলতি মাসের শুরুর দিকে ইরান থেকে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় এই জবাব দিল ইসরায়েল।
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান নিহত হওয়ার পর ইরান ওই হামলা চালিয়েছিল।

ইরানের পরমাণু ও তেল স্থাপনায় হামলা চালানো হলে ওই অঞ্চলে সংঘাত আরও বাড়তে পারে- এই আশঙ্কায় এ ধরনের স্থাপনাকে নিশানা না করতে ইসরায়েলকে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।
বিবিসি লিখেছে, সিরিয়াতেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, তবে সেখানে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল।

পেন্টাগন জানিয়েছে, এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। হোয়াইট হাউস এই হামলাকে 'আত্মরক্ষার মহড়া' বলে বর্ণনা করেছে।