
আগামী দুই মাসের মধ্যে দেশে একাধিক রাজনৈতিক দল আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার বিকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘পঞ্চগড় রাইজিং’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সারজিস বলেন, “অভ্যুত্থানে যারা ছিল তাদের নিয়েই হয়তো এই রাজনৈতিক দল আসবে।”
“এই অভ্যুত্থানে যারা ছিল তাদের নিয়েই হয়তো এই রাজনৈতিক দল আসবে। তবে যে রাজনৈতিক দলে যাবে তারা নাগরিক কমিটিতে থাকতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ যদি ওই রাজনৈতিক দলে যেতে চায় তাহলে তাকে তার সব পদ ছেড়ে যেতে হবে।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জায়গায় আছে সেখানেই থাকবে মন্তব্য করে তিনি বলেন, “আবার যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠে তার বিরুদ্ধে আবারো এখান থেকেই যে কেউ আন্দোলনের ডাক দিতে পারবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির সহায়তায় নতুন দল গঠনের বিষয়ে সংবাদমাধ্যমে খবর হয়েছে।
‘জনশক্তি’ নামে ওই দল করার খবর আসার পর জাতীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, এ নামে দল করা নিয়ে আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
আওয়ামী লীগ সরকার পতনের সফল আন্দোলনে নেতৃত্বে দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি।
“রাজনৈতিক দল রেজিস্ট্রেশন করে সরাসরি রাজনীতি করে ভোটের নির্বাচনে যায়। জাতীয় নাগরিক কমিটি আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরি করবে। পাশাপাশি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। একই সাথে এটি জাতীয় পর্যায়ের একটি ইনস্টিটিউট হবে।”
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার নেতৃত্বাধীন এ সরকারের বিরুদ্ধে বিস্তর সমালোচনা ও অসন্তোষ ছিল।
জাতীয় নাগরিক কমিট, পঞ্চগড় আয়োজিত মতবিনিময় সভায় উপরস্থিত ছিলেন, সংঠনের নেতা আবু সাঈদ সুমন, আতাউর সানি, শিশির আসাদ ও হাসান রোবায়েত।