১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

অর্থ-বাণিজ্য

ঔষুধ, রেস্তোরাঁ, মোবাইল, আইএসপি সেবায় শুল্ক আগের হারে

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ২২ জানুয়ারি ২০২৫

ঔষুধ, রেস্তোরাঁ, মোবাইল, আইএসপি সেবায় শুল্ক আগের হারে

আন্দোলন ও সমালোচনার মুখে ঔষুধ ও রেস্তোরাঁ খাতের সঙ্গে মোবাইল ফোন, আইএসপি এবং গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক আগের হারে ফেরাল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সংস্থাটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারির কথা জানিয়েছে।

গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়ানো হলে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। হোটেল, রেস্তোরাঁ খাত, ওয়ার্কশপ, মিষ্টি, মোবাইল ফোন ও আইএসপি সেবা সংশ্লিষ্টরা আন্দোলনে নামে। এনবিআরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে রেস্তোরাঁ ও মিষ্টি ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে আগের শুল্ক হারে ফিরল এনবিআর। একইসঙ্গে পোশাক খাতেও কর কমানো হয়েছে।

এনবিআর সংবাদ বিজ্ঞাপ্তিতে বলেছে, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরো সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪ শতাংশ বলবৎ রাখা হয়েছে।

বাড়িয়ে এই হার ৩ শতাংশ করা হয়েছিল। মোবাইল ফোনের সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, বৃহৎ জনগোষ্ঠীর জন্য ‘সুলভমূল্যে’ খাবার নিশ্চিতে থ্রি-স্টার, ফোর-স্টার ও ফাইভ স্টার হোটেল ব্যতীত সব ধরনের রেস্তোরাঁর নতুন আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ফলে ভোক্তারা আগের দরেই এসব রেস্তোরাঁ থেকে খাবার খেতে পারবেন। এ ছাড়া নতুন করে বাড়ানো ভ্যাট প্রত্যাহার করায় গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবা আগের মূল্যেই পাওয়া যাবে বলে এনবিআর জানিয়েছে।

নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক ছাড়া অন্যান্য পোশাক বিপণনের ওপর নতুন আরোপিত ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। আর নন এসি হোটেল, মিষ্টান্ন ভান্ডার ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক বিপণনের ক্ষেত্রে ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ ঠিক করেছে এনবিআর।