
দেশের অর্থনীতির অবস্থা ‘খুবই ভঙ্গুর’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। এর চেয়ে বেশি কিছু বলার সুযোগ নেই, আপনারা বুঝে নেবেন।
প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারীর দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সচিবালয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে ‘সামষ্টিক অর্থনৈতিক নীতি বিশ্লেষণ এবং উন্নয়ন অধ্যয়ন’ বিষয়ে দুই যুগের বেশি সময় অধ্যাপনা করেন আনিসুজ্জামান চৌধুরী।
বলেন, কালকে প্রধান উপদেষ্টা অর্থনীতিকে গাজা সিটির সাথে তুলনা করেছেন। আকেলমন্দ কি লিয়ে ইশারাই কাফি হ্যায়, আপনারা বুঝে নেবেন।
বিনিয়োগ, কর্মসংস্থানসহ অর্থনীতির সবই যে পরস্পর সম্পর্কিত, সে কথা তুলে ধরে তিনি বলেন, ‘আপনি একটা সরকারকে বলছেন ইন্টেরিম। এই শব্দটাই তো বিনিয়োগের জন্য অসুবিধাজনক। একজন বিনিয়োগকারী চিন্তা করবে যে এসব অন্তর্বর্তীর পলিসির কী স্থায়িত্ব থাকবে? বিনিয়োগ করতে তারা ভাববে। রাজনীতির সাথে অর্থনীতির একটা সম্পর্ক আছে।’