
দেশের সবচেয়ে সবচেয়ে ধনী জেলা নোয়াখালী আর দরিদ্র জেলা মাদারীপুর। আর সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। ডাসার দরিদ্রের হার ৬৩.২ শতাংশ। আর সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২' এসব তথ্য উঠে এসেছে।
রাজধানীর আগারগাঁওয়ের বিআইসিসিতে বিবিএসের পোভার্টি এন্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ শীর্ষক রিপোর্ট প্রকাশ করা হয়।
বিবিএসের দারিদ্র মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ।
জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ।
আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্যতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।
বিবিএসের মহাপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন।