০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ 

জাতীয়

জামিন পেলেন আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার ‘বাক্‌প্রতিবন্ধী’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২০:০৩, ২ সেপ্টেম্বর ২০২৫

জামিন পেলেন আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার ‘বাক্‌প্রতিবন্ধী’

রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ‘বাক্‌প্রতিবন্ধী’ সাঈদ শেখ (২২) জামিন পেয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তাঁকে জামিন দেন।

গুলিস্তানের গোলাপ শাহ মাজারের পাশে গত ২৪ আগস্ট অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে পল্টন থানায় মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, আসামিরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করেছেন, রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছেন এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করেছেন।

পরদিন গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর সাঈদ শেখের পক্ষে কয়েক দফা জামিন আবেদন করা হয়।

সাঈদের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, “বাক্‌প্রতিবন্ধী কীভাবে স্লোগান দিতে পারে? সাঈদের হাত দিয়েও কোনো কাজ করা সম্ভব নয়।” আদালত এই যুক্তি বিবেচনা করে সাঈদ শেখকে জামিন দেন।