
বিদেশে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য সুসংবাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য বিদেশে পাঠাতে পারবেন। এর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদে বহনের অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়। পূর্বে এই সীমা ছিল ১০ হাজার ডলার, যার মধ্যে ৩ হাজার ডলার নেওয়া যেত নগদে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই অর্থ বৈধভাবে বিদেশে পাঠানো যাবে। সংশ্লিষ্টদের পাসপোর্ট, বিদেশি হাসপাতালের চাহিদাপত্র, চিকিৎসা সংক্রান্ত ডকুমেন্টসহ অন্যান্য নথি দাখিল করতে হবে।
বিশ্লেষকদের মতে, চিকিৎসা ব্যয়ের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির এই সময়ে নতুন এই সীমা নির্ধারণ বিদেশে চিকিৎসা নিতে ইচ্ছুক রোগীদের জন্য বড় ধরনের সহায়তা হবে।
বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে যান। পূর্ববর্তী সীমার কারণে অনেক সময় রোগীদের চিকিৎসার পুরো ব্যয় নির্বাহে সমস্যা হতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে সময়োপযোগী এবং জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতি ও স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা।