৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ 

জাতীয়

ইনার হুইল ক্লাবের উদ্যোগে ছাতা, রেইনকোট ও মশারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৪:১৭, ২৯ জুলাই ২০২৫

ইনার হুইল ক্লাবের উদ্যোগে ছাতা, রেইনকোট ও মশারি বিতরণ

ইনার হুইল ক্লাব, ধানমণ্ডি-এর উদ্যোগে অবৈতনিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ছাতা, রেইনকোট ও মশারি বিতরণ।

গত রোববার (২৭ জুলাই) বেইলি রোডের নীলিমা ইব্রাহিম প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। 

ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার, প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামসুন নাহার হক রুবি, ইনার হুইল ক্লাব ধানমন্ডির  প্রেসিডেন্ট নাজনিন নাহার ও অন‍্যান‍্য সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্পটি পরিচালনা করেন ইনার হুইল ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট নাজনীন নাহার। তিনি বলেন,  বর্ষাকালে বৃষ্টির কারণে সৃষ্ট অসুবিধা দূরীভূত করনের লক্ষ্যেই আমাদের এই প্রকল্প ।

ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার তাঁর বক্তব্যে বলেন, সব মায়েরা সংগ্রাম করে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন‍্য ইতিবাচক পথেই এগিয়ে চলেছেন। ইনার হুইল ক্লাবের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামসুন নাহার হক রুবি বলেন, ইনার হুইল ক্লাব সবসময়ই সমাজের  সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত, এরই ধারাবাহিকতায় আমরা বর্ষাকালে বিশজন শিশুকে  ছাতা ও ত্রিশজন শিশুকে রেইনকোট প্রদান করেছি। 

তিনি আরও উল্লেখ করেন যে, আজ বাংলাদেশে বহুলোক মশার কামড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হচ্ছে, এটাকে প্রতিরোধের জন্য আমরা শিশুদের অভিভাবকদের মাঝে চল্লিশটি মশারি বিতরণ করেছি।

বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ইনার হুইল ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

সব শেষে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে দুস্থ তাজিন আফরিদাকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়, এই মেশিন দ্বারা কিছু আয় করে তার সংসারে অবদান রাখতে পারবেন।