১২ জুলাই ২০২৫ , ২৭ আষাঢ় ১৪৩২ 

স্পোর্টস

গোলবন্যায় শ্রীলঙ্কাকে ভাসাল বাংলাদেশ

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭, ১১ জুলাই ২০২৫

গোলবন্যায় শ্রীলঙ্কাকে ভাসাল বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব নতুন কিছু নয়। এবার সেই শ্রেষ্ঠত্বের জানান দিলো অনূর্ধ্ব-২০ দল। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করল স্বাগতিক বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আফিদা খন্দকারের দল। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ, এরপর যেন চলতে থাকে গোলের উৎসব।

অভিজ্ঞতা আর প্রতিভার মিশেলে দুরন্ত বাংলাদেশ
সিনিয়র জাতীয় দলের হয়ে সদ্য এশিয়ান কাপ বাছাইয়ে খেলা আট ফুটবলার ছিলেন একাদশে। সেই অভিজ্ঞতাই অনূর্ধ্ব-২০ দলের খেলায় এনে দেয় ছন্দ, গতি ও নিয়ন্ত্রণ। শ্রীলঙ্কা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রক্ষণ সামলাতেই ব্যস্ত থেকেছে।

সাগরিকার হ্যাটট্রিক, গোলের উৎসবে আটজন
বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোসাম্মৎ সাগরিকা। হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়ে যান এই ফরোয়ার্ড।
এছাড়া গোল পেয়েছেন –

মুনকি আক্তার (২টি)

স্বপ্না রানী, রুপা, শিখা আক্তার ও শান্তি মার্দি (প্রত্যেকে ১টি করে)

ম্যাচের গল্প
২ মিনিটে ফ্রি-কিক থেকে স্বপ্নার গোল

৪ মিনিটে মুনকির ড্রাইভ

৩৭ মিনিটে সাগরিকার প্রথম গোল

বিরতির পর আবার মুনকি

শিখা, রুপা, শান্তি আর সাগরিকার আরও দুটি গোল

ইনজুরি টাইমে শ্রীলঙ্কার একমাত্র গোল

দ্বিতীয়ার্ধেও অপ্রতিরোধ্য
বিরতির পর অধিনায়ক আফিদা খন্দকারসহ তিনজনকে তুলে নেওয়া হলেও তাতে খেলায় কোনো ভাটা পড়েনি। বরং আরও চাঙা হয়ে উঠে দল। বল দখল থেকে গোলের চেষ্টায়, সব কিছুতেই স্পষ্ট ছিল বাংলাদেশের আধিপত্য।

শিরোপার লক্ষ্যে এক ধাপ এগিয়ে
এই জয়ে টুর্নামেন্টের শুরুতেই বড় বার্তা দিল বাংলাদেশ। কোচ পিটার বাটলার চাইছেন, দল ম্যাচ বাই ম্যাচ উন্নতি করুক এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখুক।

শুরুটা হয়েছে রাজকীয়ভাবে—এবার লক্ষ্য ট্রফি ঘরে তোলা।