৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ 

বিশেষ

আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কী—উপেক্ষা নাকি ষড়যন্ত্র

ইব্রাহিম নোমান

প্রকাশিত: ১৬:৫৭, ২৭ জুলাই ২০২৫

আওয়ামী লীগ সরকারের পতনের কারণ কী—উপেক্ষা নাকি ষড়যন্ত্র

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) একাধিক কারণ রয়েছে—এ কথা এখন আর কারও অজানা নয়।

তবে যে বিষয়টি প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়, তা হলো—দলটির সবচেয়ে নিবেদিতপ্রাণ, ত্যাগী কর্মী এবং ডাই হার্ড সমর্থকদের মতামতকে সরকার কখনোই গুরুত্ব দেয়নি, কিংবা দেওয়ার সুযোগও রাখা হয়নি। ফলে যখন দলটির অবস্থান দুর্বল হতে শুরু করে, তখন এদের অনেকে চুপ হয়ে যায় কিংবা নিজেরাই দূরত্ব তৈরি করে ফেলে। যদিও অনেকে মুখে তা স্বীকার করে না, বাস্তবে কিন্তু দৃশ্যপট ঠিক এমনই ছিল। 

একই পথ যদি বিএনপিও অনুসরণ করে, তাহলে ভবিষ্যতে তারাও একই পরিণতির মুখোমুখি হতে পারে। আমাদের দেশের রাজনীতিতে দুটি প্রধান দলেরই নিবেদিত কর্মীরা দল থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করে না। ত্যাগ-তিতিক্ষা সত্ত্বেও অনেক সময় তাদের মতামত উপেক্ষিতই থেকে যায়। 

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আরও একটি মিল লক্ষণীয়—দু’দলই নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের গল্পে আশ্রয় খোঁজে। তারা মনে করে, প্রতিটি রাজনৈতিক বিপর্যয়ের পেছনে কোনো না কোনো ষড়যন্ত্রের হাত রয়েছে। অথচ বাস্তবতা হলো, কেবল ষড়যন্ত্র দিয়ে সবকিছু ব্যাখ্যা করা যায় না। নিজেদের ভুল ও ব্যর্থতাকে স্বীকার করতে না পারাই অনেক সময় বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। এবং, যেমনটা সাধারণত হয়—কোনো দলই নিজেদের পতন সহজে মানতে চায় না। 

লেখক: সিনিয়র সাংবাদিক