
এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইপর্বে অন্যতম ফেভারিট মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে ম্যাচের নায়িকা হয়ে ওঠেন ঋতুপর্ণা চাকমা।
বাংলাদেশের এই জয়ে শুধু প্রতিপক্ষকেই নয়, ফিফা র্যাঙ্কিংয়ের ব্যবধান, দর্শকচাপ ও অতীত পরিসংখ্যানকে হার মানিয়েছে লাল-সবুজের মেয়েরা।
শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জিততে না হলেও ড্র করলেই নিশ্চিত হবে তাদের এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো জায়গা পাওয়া।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে মিয়ানমার। দুই দলের সবশেষ দেখায় ৫-০ গোলের বড় হারের অতীত সঙ্গী ছিল বাংলাদেশের। তাছাড়া খেলাও প্রতিপক্ষের মাঠে, দর্শকের সামনে। সবকিছুই ছিল মারিয়া-মনিকাদের প্রতিকূলে। তবে বাহরাইন ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী ছিল মেয়েরা।