১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ 

স্পোর্টস

ক্লাব ফুটবলের কিংবদন্তি আনচেলত্তি এবার ব্রাজিলের হেড কোচ

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২১:০১, ১২ মে ২০২৫

ক্লাব ফুটবলের কিংবদন্তি আনচেলত্তি এবার ব্রাজিলের হেড কোচ

বিশ্ব ফুটবলে অভিজ্ঞতা ও সাফল্যের আরেক নাম কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলে তার ঝুলিতে রয়েছে ইউরোপের শীর্ষ দলগুলোর কোচিং অভিজ্ঞতা ও অসংখ্য শিরোপা। এবার তিনি এক নতুন চ্যালেঞ্জে—ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে চলেছেন আনুষ্ঠানিকভাবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ইতালিয়ান কোচ আনচেলত্তিই হবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী হেড কোচ। এটি তাঁর কোচিং ক্যারিয়ারে প্রথম জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ঘটনা।

গত কয়েক বছর ধরে ব্রাজিল দলের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ ছিল। ২০২2 কাতার বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল করতে না পারা, কোচ তিতে'র বিদায় এবং পরবর্তী সময়ে কোচ নির্বাচন নিয়ে নানা জল্পনার অবসান ঘটলো আনচেলত্তির নিয়োগে।

৭টি লিগের ক্লাব এবং বহু ট্রফির মালিক এই কোচ এসি মিলান, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে কাজ করেছেন। বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে তার অধীনে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্মৃতি এখনো তরতাজা ভক্তদের মনে।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, এই নিয়োগ ব্রাজিলের জন্য শুধু একটি কোচিং পরিবর্তন নয়, বরং একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা। তারা আশা করছেন, আনচেলত্তির কৌশলগত দৃষ্টি ও ক্লাসিক ফুটবলের অভিজ্ঞতা ব্রাজিলকে আবারও বিশ্বসেরা দলে পরিণত করতে সাহায্য করবে।

ব্রাজিল ফুটবলে বিদেশি কোচের এই আগমন ভিন্নমাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, মাঠের বাস্তবতায় কতটা পরিবর্তন আনতে পারেন ‘মিস্টার চ্যাম্পিয়নস লিগ’ খ্যাত এই কোচ।