০২ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ 

স্পোর্টস

মিরাজময় দিনে বাংলাদেশের ইনিংস জয়, সিরিজ ড্র

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ৩০ এপ্রিল ২০২৫

মিরাজময় দিনে বাংলাদেশের ইনিংস জয়, সিরিজ ড্র

ব্যাট হাতে করেছেন ১০৪ রান, বল হাতে ৫ উইকেট। সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর এমন কীর্তি রেকর্ড করেছেন মেহেদী হাসান মিরাজ। যাঁর হাত ধরে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই (বুধবার) জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সিরিজ ড্র করেছে বাংলাদেশ দল। সিলেটের প্রথম টেস্টে জিম্বাবুয়ে জিতেছিল ৩ উইকেটে। 

প্রথম দুই দিনে প্রায় শূন্য গ্যালারির পর বুধবার সাগরিকায় দেখা মেলে বেশ কিছু দর্শকের। তাদের বিনোদনের খোরাক জোগান মেহেদী হাসান মিরাজ। প্রথম ব্যাট হাতে করেন সেঞ্চুরি। পরে নেন ৫ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ও ১০৬ রানে জিতে সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

দিনের শুরুতে চমৎকার ব্যাটিংয়ে মিরাজের সেঞ্চুরি ও অভিষিক্ত তানজিম হাসানের সঙ্গে দারুণ জুটিতে ৪৪৪ রানে অলআউট বাংলাদেশ। পেয়ে যায় ২১৭ রানের লিড। সেই ব্যবধান ঘোচাতে পারেনি জিম্বাবুয়ে।

প্রথম ম্যাচে বিব্রতকর পরাজয়ের পর নিজেদের সামর্থ্যের জানান দিতে দাপুটে জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। ইনিংস ব্যবধানের জয়ে সেটি নিশ্চিত করে দেশের মাটিতে ছয় ম্যাচ পর জিতে মাঠ ছাড়ে শান্তর দল।

জয়ের বড় কারিগর মিরাজ। বুধবার দ্বিতীয় সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ১০৪ রান করেন তিনি। ১৬২ বলের ইনিংসে ৩৬ রান ছুঁয়ে টেস্টে ২ হাজার রান পূর্ণ করেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।


সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২২৭
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৯১/৭) ১২৯.২ ওভারে ৪৪৪ (মিরাজ ১০৪, তাইজুল ২০, তানজিম ৪১, হাসান ০*; এনগারাভা ১৪-২-৫৭-০, মুজারাবানি ২৬-৫-৮৩-১, মাসাকাদজা ৩৪-৫-৯০-১, মাসেকেসা ৩১.২-০-১১৫-৫, মাধেভেরে ১৫-১-৩৫-১, বেনেটে ৯-১-৪৯-১)
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৪৬.২ ওভারে ১১১ (বেনেট ৬, কারান ৪৬, ওয়েলচ ০, উইলিয়ামস ৭, আরভাইন ২৫, মাধেভেরে ০, সিগা ০, মাসাকাদজা ১০, এনগারাভা ৫, মাসেকেসা ২, মুজারাবানি ৭*; তাইজুল ১৬.২-৩-৪২-৩, হাসান ২-২-০-০, মিরাজ ২১-৮-৩২-৫, নাঈম ৭-১-৩৪-১)

ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মেহেদী হাসান মিরাজ

ম্যান অব দা সিরিজ: মেহেদী হাসান মিরাজ

সিরিজ: দুই ম্যাচ সিরিজ ১-১ সমতায় শেষ