
বয়স হয়ে গেছে ৩৭। চোটও ইদানিং ভোগাচ্ছে। তবে মাঠে থাকার সময়টায় ঠিকই নিজেকে মেলে ধরছেন মেসি। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর ফুটবলের এই মহাতারকার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে চলছে চর্চা। ২০২৬ বিশ্বকাপে খেলতে লিওনেল মেসি আগ্রহী বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
মেসির পাশাপাশি তার সতীর্থ এবং কোচদের নিয়মিতই এই বিষয়ে কথা বলতে হচ্ছে। এখন পর্যন্ত সমর্থকদের জন্য আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সবাই। ডি স্পোর্টসের সঙ্গে বৃহস্পতিবার আলাপকালে স্কালোনি বলেছেন, পরের বিশ্বকাপের স্কোয়াডে থাকতে চান রেকর্ড আটবার ব্যালন দ’র জেতা মেসি।
“প্রথমে যে কথাটা বলতে হয়, সে (মেসি) ও তার সতীর্থরা সবাই জানে বিশ্বকাপের এখনও অনেক দেরি আছে। আর সে এবং বাকিরা সবাই বিশ্বকাপে খেলতে আগ্রহী।”
“আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে পরিস্থিতি কী হয়। সে (মেসি) জানে আমরা কী ভাবছি এবং সে আমাদের সবার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান।”
প্রাপ্তিতে টইটম্বুর ঝুলিতে অপূর্ণতা বলতে উল্লেখযোগ্য কিছু নেই। আর্জেন্টিনার হয়ে গত বিশ্বকাপ, সবশেষ দুটি কোপা আমেরিকাসহ ক্লাব ও দেশ মিলিয়ে সমৃদ্ধ ক্যারিয়ারে রেকর্ড ৪৬টি ট্রফি জিতেছেন মেসি। সবশেষ জিতেছেন ইন্টার মায়ামির হয়ে সাপোর্টার্স শিল্ড। মেজর লিগ সকারে ক্লাবটির বড় ট্রফি এটি।