১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

বিশাল বাংলা

বিএনপির সভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের নেতা!

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২০:০৭, ৩১ জানুয়ারি ২০২৫

বিএনপির সভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের নেতা!

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিএনপির উঠান বৈঠকে ‘বিশেষ অতিথি’ করা হয়েছে এক আওয়ামী লীগ নেতাকে। এ নিয়ে দলটির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

ওই সভায় বিএনপির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান প্রধান অতিথি ছিলেন।

বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ঘোষিত রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও ৩১ দফা জনগণের কাছে তুলে ধরতে বুধবার উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম আব্বাস সুমনকে দেখা গেছে। ওই মঞ্চে শামীম আব্বাসের পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বসা ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে উপজেলা বিএনপির এক নেতা বলেন, “আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বিএনপির মঞ্চে, ঘটনাটি আমাদেরকে ব্যথিত করেছে। এরা সুযোগ সন্ধানি, তারা নিজের স্বার্থে সবই পারেন।”

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, “শামীম আব্বাস সুমন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা কমিটির সদস্য, ৫১ নম্বর ক্রমিকে তার নাম রয়েছে।”

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন, “ঘটনাটি এমপি সাহেবের (আশরাফ উদ্দিন নিজান) কাছে জানেন। আমি এ নিয়ে কিছু বলব না।”

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, “আমাদের দলীয় বৈঠকে হঠাৎ শামীম আব্বাস সুমন ঢুকে পড়েন। তিনি আমাদের দলীয় কেউ নন। আমাদের নেতাকর্মীরা এ নিয়ে চরম উত্তেজিত, ক্ষুব্ধ হয়েছেন।”

এ বিষয়ে জানতে শুক্রবার বিকালে বিএনপি নেতা এ বি এম আশরাফ উদ্দিন নিজানের একাধিক মোবাইল ফোন ও হোয়াসআ্যপে কল দিলেও তিনি তা রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।