
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার পর তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন।
আনুশকা তার ইনস্টাগ্রাম পোস্টে কোহলির নিবেদন, ত্যাগ এবং খেলাটির প্রতি তার গভীর ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি লেখেন, "তোমার না দেখানো অশ্রু, তোমার আত্মত্যাগ, এবং তোমার নিঃস্বার্থ ভালোবাসা—সবই আমি দেখেছি।"
তিনি আরও বলেন, "তুমি যেভাবে দেশের জন্য খেলেছ, তা সত্যিই অনন্য। তোমার প্রতিটি ইনিংস, প্রতিটি মুহূর্তে আমি গর্বিত ছিলাম।"
আনুশকার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা কোহলির অবসরের খবরে যেমন আবেগাপ্লুত হয়েছেন, তেমনি আনুশকার এই বার্তায়ও তারা গভীরভাবে স্পর্শিত হয়েছেন।
বিরাট কোহলি তার টেস্ট ক্যারিয়ারে ১০৮টি ম্যাচে ৮,৪১৮ রান করেছেন, যার মধ্যে রয়েছে ২৭টি সেঞ্চুরি। তিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে ভারত অনেক স্মরণীয় জয় অর্জন করেছে।