১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

শোবিজ

শুটিং সেটে হঠাৎ অসুস্থ নেহা ধুপিয়া

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ৩১ জানুয়ারি ২০২৫

শুটিং সেটে হঠাৎ অসুস্থ নেহা ধুপিয়া

জনপ্রিয় রিয়্যালিটি শো রোডিজের বিচারকের আসনে রয়েছেন নেহা ধুপিয়া। এই রিয়্যালিটি শো-এর মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।

বিভিন্ন ছোট ও বড় শহরে ঘুরে চলছে রোডিজের অডিশন। সেভাবে বিশ্রাম নিতে পাচ্ছেন না অভিনেত্রী। যার কারণে সেটেই অজ্ঞান হয়ে যান নেহা। রোডিজের যে প্রোমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে নেহা অসুস্থবোধ করছেন। তারপরই অজ্ঞান হয়ে পড়ে যান।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তবে এখন তিনি ভালো আছেন। সুস্থ হয়েই আবার শ্যুটিংয়ে ফিরেছেন।

নেহা বলেন, ‘সামান্য অসুস্থ হয়ে পড়েছিলাম। ভয়ের কিছু নেই। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমাকে সবাই সবসময় যেমন চার্মিং দেখেন এখনও সেটাই দেখবেন। রোডিজ সবসময় নিজের গণ্ডি অতিক্রম করার কথাই বলে। এই জার্নি আমাকে সব বাধা পেরনোর অনুপ্রেরণা দেয়। আমাকে কোনও কিছুই থামাতে পারবে না।’

কাজের একাগ্রতাকে সাধুবাদ জানিয়েছে রোডিজের প্রোডাকশন হাউজ। প্রযোজনা সংস্থার এক ব্যক্তি বলেন, ‘নেহার দায়িত্ব-কর্তব্যবোধকে অভিবাদন। শুটিংয়ের অতিরিক্ত চাপের জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু, শারীরিক সমস্যাকে পেছনে রেখে আবারও শুটিংয়ে মনোযোগ দিয়েছেন।’