১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

শোবিজ

রেস্টুরেন্ট উদ্বোধনে বাধার মুখে অপু, যা বললেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২৩:১২, ২৯ জানুয়ারি ২০২৫

রেস্টুরেন্ট উদ্বোধনে বাধার মুখে অপু, যা বললেন পরীমণি

এবার রাজধানীতে তোপের মুখে একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এর আগে চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমণি একই ঘটনার শিকার হন।  

গত ২৮ জানুয়ারি কামরাঙ্গীচরে সোনার থালা নামের একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু স্থানীয় কিছু মুসুল্লিদের আপত্তিতে অভিনেত্রীকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করেন মালিকপক্ষ।

বিষয়টি নিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম বলেন, ‘উদ্বোধনের জন্য অপু বিশ্বাস আসবেন, এমন প্রচারণা শুরুর পর স্থানীয় মুসুল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান।

এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান, অপু বিশ্বাসকে আনলে যদি মুসুল্লিরা বিশৃঙ্খলা করেন, আপত্তি জানান, তাহলে আমরা অপু বিশ্বাসকে আনব না। আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে। কারও সাথে আমাদের বিরোধের দরকার নেই। এরপর অপু বিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে।’

এদিকে অপু বিশ্বাসের এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরীমণি। যেখানে একটি গণমাধ্যমের খবরের লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন, ‘মজা না? মজা মজা’

পরীমণির মতো একই কাজ করেছেন নায়িকা মাহিয়া মাহি। তিনি লিখেছেন, দুঃখিত অপু বিশ্বাস দি। আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত হতে হলো। তা না হলে মেহজাবীন, পরীমণির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে ৫০০০ বার ভাবতে হতো।

প্রসঙ্গত, এর আগে টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্রসাধনসামগ্রীর শোরুম উদ্বোধনের জন্য কথা ছিল চিত্রনায়িকা পরীমনির। কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল। এরপর চাপের মুখে ‘হারল্যান স্টোর’ নামে এলেঙ্গার টিন মার্কেটের ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন।