
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ‘কটাক্ষ’ করে ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদের’ একটি প্রবন্ধ প্রত্যাহারের কথা জানিয়েছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির বলেছে, “সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।”
বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে ‘ছাত্র সংবাদের’ অনলাইন ও ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপি থেকে প্রবন্ধটি সরিয়ে নেওয়ার কথা বলছে শিবির।
প্রবন্ধটিতে লেখা হয়, ‘অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করুন’। এরপর বিষয়টি নিয়ে সমালোচনা হয়।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করায় বুধবার নিন্দা ও প্রতিবাদ জানায় দীর্ঘদিন শিবিরের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করা ছাত্রদল।
বিএনপির এই ছাত্র সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ধরনের বক্তব্য একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের ধৃষ্টতা এবং নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেওয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয়।”
ছাত্রশিবির বলছে, ঐতিহ্যগতভাবে ‘ছাত্র সংবাদ’ মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
“এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বর সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত 'যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি' শীর্ষক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।
“মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ‘ছাত্র সংবাদ’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেইসঙ্গে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।”