১৬ জুলাই ২০২৫ , ৩০ আষাঢ় ১৪৩২ 

টেক

উত্তরাধিকার নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত টেলিগ্রামের প্রতিষ্ঠাতা দুরভ

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ২১ জুন ২০২৫

উত্তরাধিকার নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত টেলিগ্রামের প্রতিষ্ঠাতা দুরভ

টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা ও রাশিয়ান বংশোদ্ভূত ধনকুবের পাভেল দুরভ এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, তার মৃত্যুর পর তার সমস্ত সম্পদ সমানভাবে ভাগ করে দেওয়া হবে তার সকল সন্তানদের মধ্যে—যাদের সংখ্যা ১০০–এর বেশি!

৪০ বছর বয়সী দুরভের ছয়জন জীবিত জৈবিক সন্তান রয়েছে, তিনজন ভিন্ন নারীর সঙ্গে। তবে বিষয়টি এখানেই শেষ নয়—গত ১৫ বছরেরও বেশি সময় ধরে তিনি নিয়মিত স্পার্ম ডোনেট করে আসছেন, যার মাধ্যমে জন্ম নেওয়া সন্তানদেরও তিনি নিজের উত্তরাধিকারভুক্ত সন্তান হিসেবেই বিবেচনা করছেন। তার ভাষায়, ‘‘জন্ম যেভাবেই হোক, তারা সকলেই আমার সন্তান। সবাই সমান অধিকার পাবে।’’

দুরভ ইতোমধ্যে তার উইল প্রস্তুত করে রেখেছেন। তবে সন্তানরা কেউই তার মৃত্যুর পরপরই সম্পদ পাবে না। উইল অনুযায়ী, উত্তরাধিকার প্রাপ্তির জন্য সন্তানদের কমপক্ষে ৩০ বছর অপেক্ষা করতে হবে। তার যুক্তি, “আমি চাই তারা যেন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা গড়ে তোলে।”

দুরভের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১৩.৯ বিলিয়ন মার্কিন ডলার হলেও তিনি নিজে এটিকে ‘তাত্ত্বিক’ সম্পদ বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, “টেলিগ্রাম আমি কখনোই বিক্রি করিনি। এই সম্পদের বেশিরভাগই নন-লিকুইড, যার উৎস মূলত ২০১৩ সালে বিনিয়োগকৃত বিটকয়েন।”

দুবাইতে বসবাসরত দুরভ মনে করেন, এই উইল তার সন্তানদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একইসঙ্গে টেলিগ্রাম অ্যাপকেও সুরক্ষিত রাখবে। যদিও কিছু পশ্চিমা সংস্থা টেলিগ্রামকে অপরাধী কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত করছে, দুরভ তার অবস্থানে অনড়। তিনি বলেন, “অপরাধীরা যদি আমাদের অ্যাপ ব্যবহার করে, তাতে আমাদের অ্যাপ অপরাধী হয়ে যায় না।”