০৩ মে ২০২৫ , ১৯ বৈশাখ ১৪৩২ 

বিদেশ

এফবিআইয়ের প্রধান পদে চূড়ান্ত নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১১:৩৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

এফবিআইয়ের প্রধান পদে চূড়ান্ত নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেল

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট।

গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ মনোনয়ন অনুমোদন করে কংগ্রেসের রিপাবলিকান-নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেট।

ট্রাম্পের অত্যন্ত অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত ৪৪ বছর বয়সী ক্যাশ প্যাটেল। ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ পদে তাঁর নিয়োগ চূড়ান্ত হলো।

সিনেটে ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। ডেমোক্র্যাট সিনেটরদের সবাই তাঁর বিপক্ষে ভোট দেন। ভোটাভুটিতে তাঁদের সঙ্গে যোগ দেন সিনেটের দুই মধ্যপন্থী রিপাবলিকান সদস্য। তাঁরা হলেন সুসান কলিন্স ও লিসা মুরকোস্কি।

এফবিআইয়ের পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান। এই ব্যুরোকে রাজনীতিক থেকে দূরে রাখতেই এমন আইন করা হয়েছে, জানিয়েছে রয়টার্স।

এফবিআইয়ের বর্তমান প্রধান রে-কে ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পই এ পদে নিয়োগ দিয়েছিলেন। সেই অনুযায়ী তার এ পদের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। কিন্তু রে-র আমলে এফবিআই আদালতের অনুমোদক্রমে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে রাষ্ট্রীয় গোপনীয় নথির খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল। এ ঘটনার পর আরও কয়েকটি ঘটনার কারণে তিনি বারবার ট্রাম্প সমর্থকদের ক্রোধের লক্ষ্য হয়েছেন।

ক্ষমতা ফিরে পেলে রে-কে এফবিআই থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এখন প্যাটেলের মনোনয়নের মাধ্যমে তিনি তার হুমকি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন, এমন ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প।

সম্পর্কিত বিষয়: