
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন করেছে মার্কিন সিনেট।
গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ মনোনয়ন অনুমোদন করে কংগ্রেসের রিপাবলিকান-নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেট।
ট্রাম্পের অত্যন্ত অনুগত ব্যক্তি হিসেবে পরিচিত ৪৪ বছর বয়সী ক্যাশ প্যাটেল। ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আইনপ্রয়োগকারী সংস্থার শীর্ষ পদে তাঁর নিয়োগ চূড়ান্ত হলো।
সিনেটে ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন অনুমোদন পায়। ডেমোক্র্যাট সিনেটরদের সবাই তাঁর বিপক্ষে ভোট দেন। ভোটাভুটিতে তাঁদের সঙ্গে যোগ দেন সিনেটের দুই মধ্যপন্থী রিপাবলিকান সদস্য। তাঁরা হলেন সুসান কলিন্স ও লিসা মুরকোস্কি।
এফবিআইয়ের পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান। এই ব্যুরোকে রাজনীতিক থেকে দূরে রাখতেই এমন আইন করা হয়েছে, জানিয়েছে রয়টার্স।
এফবিআইয়ের বর্তমান প্রধান রে-কে ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পই এ পদে নিয়োগ দিয়েছিলেন। সেই অনুযায়ী তার এ পদের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। কিন্তু রে-র আমলে এফবিআই আদালতের অনুমোদক্রমে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটে রাষ্ট্রীয় গোপনীয় নথির খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল। এ ঘটনার পর আরও কয়েকটি ঘটনার কারণে তিনি বারবার ট্রাম্প সমর্থকদের ক্রোধের লক্ষ্য হয়েছেন।
ক্ষমতা ফিরে পেলে রে-কে এফবিআই থেকে তাড়ানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এখন প্যাটেলের মনোনয়নের মাধ্যমে তিনি তার হুমকি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন, এমন ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প।