০৭ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ 

শিক্ষা

এমপিওভুক্তদের বেতন হবে ইএফটিতে, যেসব কাগজ জমা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২২:২৫, ১৪ নভেম্বর ২০২৪

এমপিওভুক্তদের বেতন হবে ইএফটিতে, যেসব কাগজ জমা দিতে হবে

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা হবে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের ইএফটি এর মাধ্যমে। এজন্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করতে হবে।
 
আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এ বি এম রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত জনবলের বেতন-ভাতা অর্থমন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপিওর অর্থ পাঠানোর আগে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত জনবলের জাতীয় পরিচয়পত্র, পে কোড, ব্যাংক হিসাব, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে।

আরও বলা হয়, এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফরম শিগগির উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানেরা ফরমের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য পাঠাবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) এর দপ্তরে জমা দেবেন। প্রতিষ্ঠান প্রধান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) যাচাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে পাঠাবেন।


যেসব কাগজপত্র সংগ্রহ করা হবে :
১. সকল এমপিওভুক্ত জনবলের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম ও জন্ম তারিখ দিতে হবে। জাতীয় পরিচয় ফটোকপি জমা দিতে হবে।
২. এমপিওভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে, উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে রেজিস্টার্ড হতে হবে।
৩. সকল এমপিওভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে একাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর (১৩-১৭ ডিজিট) সংগ্রহ করা হবে, উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিওভুক্ত জনবলের নিজস্ব জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্টার্ড হতে হবে।

প্রয়োজনীয় তথ্য না দিলে বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না। এবং ভুল বা অসত্য তথ্যের জন্য প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।