১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ 

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু ২৫ মে, খোলা থাকবে আগের দুই শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২০:২৬, ১২ মে ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু ২৫ মে, খোলা থাকবে আগের দুই শনিবার

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা প্রায় দুই সপ্তাহের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদের আগে ও পরে ছুটি মিলিয়ে শিক্ষার্থীরা দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিরতিতে থাকবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে ঈদের চাঁদ দেখা ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখে কিছু পরিবর্তন হতে পারে। ছুটির আগের দুই শনিবার—১৭ ও ২৪ মে—বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পাঠদানের ঘাটতি পুষিয়ে নেওয়া যায়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” তিনি জানান, ছুটির আগে ও পরে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা থাকবে, যাতে সিলেবাস অনুযায়ী পাঠদান নিশ্চিত করা যায়।

এদিকে, ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিক্ষকদের পক্ষ থেকেও পড়াশোনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেওয়া হবে বলে জানা গেছে।


মাধ্যমিক ও নিম্নমাধ্যমিকে ছুটি ১ জুন থেকে

গত ২৩ ডিসেম্বর জারি করা চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুসারে, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ১ জুন থেকে। এ ছুটি চলবে একটানা ১৯ জুন পর্যন্ত।

কলেজ বন্ধ ৩ থেকে ১২ জুন

গত ৫ জানুয়ারি জারি করা কলেজের শিক্ষাপঞ্জি অনুসারে, সরকারি-বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে ঈদুল আজহার ছুটি কিছুটা কম হবে। ৩ জুন শুরু হয়ে চলবে ১২ জুন পর্যন্ত।

সে হিসাবে সাপ্তাহিক ছুটি বাদ দিলে এসব প্রতিষ্ঠানে ছুটি থাকছে আট দিন।

৩ জুন থেকে প্রাইমারি স্কুল ছুটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি কিছুটা ভিন্ন হবে। ৩০ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রাথমিকের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে। চলবে ২৩ জুন পর্যন্ত।

৩ জুন থেকে মাদ্রাসায় ছুটি

৩০ ডিসেম্বর জারি করা মাদ্রাসার শিক্ষাপঞ্জি অনুসারে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে ৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ১৪ দিন সরকারি-বেসরকারি ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধ থাকবে।

কারিগরিতে ছুটি শুরু ১ জুন

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষাপঞ্জি অনুসারে, ১ জুন থেকে ১৯ জুন এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ৩ থেকে ১৯ জুন পর্যন্ত ছুটি থাকবে এইচএসসি ভোকেশনাল, বিএম ও বিএমটি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।