১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

শিক্ষা

সবার সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব-ইউজিসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২০:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সবার সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব-ইউজিসি চেয়ারম্যান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, ধর্মবর্ণনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব। পৃথিবীতে এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

আজ সোমবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে 'আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্‌যাপন পরিষদ'-এর উদ্যোগে সরস্বতী পূজানুষ্ঠানে স্মরণিকা "জ্যোতির্ময়" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় পূজা পরিষদের আহ্বায়ক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) পরিচালক (উপসচিব) ড. অশোক কুমার রায় ও সদস্যসচিব ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের অন্যতম সর্বজনীন ধর্মীয় উৎসব সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। সরস্বতী পূজানুষ্ঠান একটি উৎসবে পরিণত হয়ে সম্প্রীতির এমন সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, এ দেশ সবার। সংখ্যাগরিষ্ঠ হিসেবে আমাদের দায়িত্ব হলো যারা সংখ্যায় কম তাদের ভালো রাখা। আমরা সবাই মিলে শান্তির বাংলাদেশ চাই। 
উল্লেখ্য, আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্‌যাপন পরিষদ পূজানুষ্ঠান আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার ব্রতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শ্রদ্ধা ও ঐক্যের বোধ গড়ে তোলার লক্ষ্যে, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে থাকে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব, সচিব ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের পরিচালক মহোদয়গণ, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ জনাব কৃষ্টি হেফাজ, পরিষদের উপদেষ্টা-সদস্যসহ অত্র এলাকার বিভিন্ন অফিসের কর্মকর্তা তাদের পরিবারবর্গ।