
সুচিকিৎসা, পুনর্বাসনের দাবিতে ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনের সামনের রাস্তা অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে তাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে দেখা যায়। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তারা অবস্থান নিয়েছিলেন বলে জানান আহতরা।
আন্দোলনের সময় চোখে গুলি লেগেছিল কবির হোসেন নামের এক বিক্ষোভকারীর। তিনি জানিয়েছেন, তার চোখে সমস্যা আছে। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালেই ছিলেন। তবে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাসায় গেলেই অসুখ বেড়ে যায়। হাসপাতালে এলে একটা ড্রপ ও ব্যথার ওষুধ দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তার সুকিচিৎসা দরকার।
বিক্ষোভকারী ব্যক্তিরা বলছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের কারো এক চোখে আঘাত, আবার কারো দুই চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর। কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি। আন্দোলনের সময় হাতে আঘাত পাওয়া মো. দুলাল বলেন, “তিন মাসে আগে সরকারের পক্ষ থেকে সুকিচিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু ওই পর্যন্তই। এখন পর্যন্ত কোনো ভালো চিকিৎসা পাইনি।”
বিক্ষোভকারীরা বলছেন, সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না। আন্দোলনে তাদের অবদান রয়েছে। এখন তাদের সুচিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এ আন্দোলনের ক্ষেত্রে তাদের অবদানের জন্য।