১০ ফেব্রুয়ারি ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ 

রাজধানী

লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

বাংলাওয়াচ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫

লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

ঢাকার জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খাল পুনর্খননের উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। এসময় উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান স্কেভেটরে উঠে কাজের উদ্বোধন করেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) খাল খননের উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা। খনন কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

উদ্বোধনী আয়োজনে লাল গালিচা ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি ওটা খেয়াল করিনি।

আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এবারের উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করলে পরিবেশ উপদেষ্টা বলেন, “আগে খাল উদ্ধার হয়নি, তাই এখন নতুন করে শুরু করাটাই গুরুত্বপূর্ণ। ৮ বা ১৪ মাসে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব না, তবে শুরুটা তো করতে হবে।”