১৩ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ 

রাজনীতি

শাহবাগে এনসিপির সমাবেশ নিয়ে প্রশ্ন মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২০:০০, ১২ মে ২০২৫

শাহবাগে এনসিপির সমাবেশ নিয়ে প্রশ্ন মির্জা আব্বাসের

 শাহবাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

্আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি বলেন, “শাহবাগ তো আপনারা নিজেরাই বন্ধ করে রেখেছেন। সেখানে সরকারের মদদপুষ্ট দল মিছিল-সমাবেশ করে কীভাবে?”

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এনসিপির এ সমাবেশ নিয়ে তিনি বলেন, “আমরাও তো বহুবার আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছি। কিন্তু আমাদের তো এমনভাবে রাস্তায় নামতে দেওয়া হয়নি। তাহলে এখন কেন এই নাটক?”

তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে অবিচার ও দমননীতির শিকার হয়ে আসছেন। “আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে,”—জানান তিনি।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গেও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, “শোনা যাচ্ছে, তিনি ভিআইপি লাউঞ্জ দিয়ে দেশ ছেড়েছেন, যদিও তিনি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ছিলেন। তাহলে তিনি কীভাবে ভিআইপি গেট দিয়ে গেলেন?”

সরকারের শাসনব্যবস্থাকে ‘ঔপনিবেশিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা মনে করি, এ দেশ এখন আর স্বাধীনভাবে চলছে না। আমরা যেন শোষিত উপনিবেশে বাস করছি। আমাদের সেন্ট মার্টিন, সাজেক বা বাঘাইছড়ি যাওয়ার অধিকার পর্যন্ত নেই।”

স্মরণসভাটি আয়োজন করে নাসির উদ্দিন আহমেদ স্মৃতি সংসদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাইদ হাসান। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।