
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে মিন্টো রোডের প্রবেশ মুখে সমাবেশ শেষে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন।
ওই সমাবেশ থেকেই শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
এই আন্দোলনে দুপুরে শীতল পানির ফোঁয়ারা ছিটানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ি থেকে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিনা মূল্যে সুপেয় পানি সরবরাহ করেছে ঢাকা ওয়াসা।
সরেজমিনে দেখা যায়, সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্প্রে ক্যানন দিচ্ছে। বেলা ৩টায় উত্তর সিটি করপোরেশনের দুটি স্প্রে ক্যানন আসে। এর মধ্যে একটি স্প্রে ক্যানন থেকে পানি স্প্রে করা হয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সেখানে ঢাকা ওয়াসার পক্ষে থেকে সুপেয় পানির কয়েকটি ভ্যান রাখা হয়েছে। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের এসব ভ্যান থেকে ফ্রি পানি পান করতেও দেখা গেছে।