
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ৩০ মে থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে। এবারের সব টিকিটই বিক্রি হবে অনলাইনে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদের ছুটি শেষে ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বিভিন্ন তারিখের আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। ১২ মে সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অংশীজন সভায় রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এই ঘোষণা দেন।
সচিব জানান, পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। প্রতিদিন একদিনের যাত্রার টিকিট ছাড়া হবে।
ফিরতি টিকিট বিক্রির সময়সূচি:
৯ জুনের টিকিট – ৩০ মে
১০ জুনের টিকিট – ৩১ মে
১১ জুনের টিকিট – ১ জুন
১২ জুনের টিকিট – ২ জুন
১৩ জুনের টিকিট – ৩ জুন
১৪ জুনের টিকিট – ৪ জুন
১৫ জুনের টিকিট – ৫ জুন
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করার ফলে যাত্রীরা সহজেই ঘরে বসে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং কাউন্টারের ভিড় বা হয়রানি এড়ানো সম্ভব হবে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় প্রয়োজনে এই সময়সূচিতে সামান্য পরিবর্তন আসতে পারে।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের পরিকল্পিতভাবে টিকিট কাটার ও ভ্রমণের অনুরোধ জানিয়েছে, যেন নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত হয়।