
বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন আহমেদের। রংপুর রাইডার্সের বিপক্ষে রোববার স্টিভেন টেইলরের উইকেট নিয়ে রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। এবারের বিপিএলে তার উইকেট এখন ২৪টি।
২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল কেবল ১১ ম্যাচ।
ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকে নিয়ে এই আসর শুরু করেন তাসকিন। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তিনি তোলপাড় ফেলে দেন।
পরের চার ম্যাচের দুটিতে তিনি দুটি করে উইকেটের দেখা পান, দুই ম্যাচে পাননি একটিও। এরপর টানা চার ম্যাচে উইকেট নেন দুটি করে। এবার রংপুরের বিপক্ষে ১১৯ রানের পুঁজি নিয়েও আবার তার প্রাপ্তি দুটি উইকেট।
শুধু এই ম্যাচই নয়, গোটা আসরের চিত্রই এটি। রাজশাহীর পারফরম্যান্স অধারাবাহিক। মাঠের বাইরে পারিশ্রমিক নিয়ে বিতর্কে দলটি খবরের শিরোনামে থাকছে নিয়মিতই। কিন্তু তাসকিন বল হাতে দুর্দান্ত ধারাবাহিক। আট ম্যাচের পর থেকে এনামুল হকের জায়গায় দলকে নেতৃত্বও নিচ্ছেন তিনি। এখন তার সামনে হাতছানি সাকিবকে ছাড়িয়ে যাওয়ার।