০২ মে ২০২৫ , ১৮ বৈশাখ ১৪৩২ 

স্পোর্টস

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষনা মুশফিকের

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ৫ মার্চ ২০২৫

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষনা মুশফিকের

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অবসরের কথা জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফর্ম্যান্স করার পর নানা সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। কথা হচ্ছিল ওয়ানডে ক্রিকেট থেকে তার অবসর নিয়েও।

ফেসবুক পোষ্টে মুশফিক লেখেন-"আজকে থেকে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন হয়তো সীমিত, তবে একটি ব্যাপার ছিল নিশ্চিত, প্রতিবার দেশের জন্য যখন মাঠে নেমেছি, নিবেদন ও সততা দিয়ে নিজের শতভাগের বেশি দিয়েছি।"

২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তিনি এভাবেই সামাজিক মাধ্যমে জানিয়ে। ওয়ানডে থেকে তার বিদায়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটের একটি অধ্যায়ের। সেখানে গৌরব, অর্জন, প্রাপ্তি যেমন আছে, তেমনি আছে কিছু ব্যর্থতা আর হতাশার ছোঁয়াও।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বলেই আউট হন মুশফিক। পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে বিদায় নেন ২ রানে। এই ম্যাচে তার আউট হওয়ার ধরন প্রবল প্রতিক্রিয়ার জন্ম দেয় দেশের ক্রিকেটে। প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ।

দলের ব্যর্থতায় আঙুল ওঠে অভিজ্ঞতম ব্যাটসম্যান মুশফিকের দিকে। এই টুর্নামেন্টেই শুধু নয়, বেশ কিছুদিন ধরেই প্রত্যাশার প্রতিফলন পড়ছিল না তার পারফরম্যান্সে। সবশেষ ১৪ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি। এর সাতটিতেই আউট হয়েছেন দু অঙ্ক ছোঁয়ার আগে।

ওয়ানডেত সবশেষ সেঞ্চুরিটি করেছেন তিনি ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর পেরিয়ে গেছে ২৭ ইনিংস।