১৮ এপ্রিল ২০২৫ , ৩ বৈশাখ ১৪৩২ 

জাতীয়

দেশের বাজারে সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৫৫ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২৩:০২, ১৮ মার্চ ২০২৫

দেশের বাজারে সোনার দামে রেকর্ড, ভরি ১ লাখ ৫৫ হাজার

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ল। এবার সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ৪৭০ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকায়। নতুন এই দর দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।

আজ মঙ্গলবার রাতে দেশে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সর্বশেষ ১৭ মার্চ সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ৬১৩ টাকা। তার আগে ৯ মার্চ সোনার দাম ভরিপ্রতি কমেছিল ১ হাজার ৩৮ টাকা।

নতুন দাম অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকা।

এর আগে গতকাল সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৩ হাজার ৪৭১ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনায় ১ হাজার ৪৭০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪০০ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ২৭ টাকা দাম বাড়বে।

বিশ্ববাজারে সোনার দাম আজ মঙ্গলবার প্রতি আউন্স তিন হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর আগে গত শুক্রবার ইতিহাসে প্রথমবার সোনার দাম তিন হাজার ডলারে উঠলেও পরে কমে যায়। মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণার নীতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে।