
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় বড় ধরণের পরিবর্তন আসছে। যা কার্যকর হবে ৮ ফেব্রুয়ারি থেকে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, নতুন পদ্ধতি চালুর আগে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি সব ধরনের সেবা বন্ধ রাখবে ‘ইউএস ট্র্যাভেল ডকস ডটকম’।
এরপর ৮ ফেব্রুয়ারি ওয়েবসাইট সার্ভিস পুনরায় চালু হবে নতুন পদ্ধতিতে।
নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ারও ঘোষণা দেওয়া হয় ওই পোস্টে। প্রতি মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড় করবে দূতাবাস।